Sharing is caring!

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা,
গাইবান্ধায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি তুলে ওই ছবি নেটে দেওয়া ও ১০ লাখ টাকা দাবী করেন।
১৭ আগষ্ট শনিবার রাত ৮টায় তাকে তার নিজ গ্রাম থেকে আটক করেন থানা পুলিশ।
আটক হলেন শাহাদৎ হোসেন (২৮) উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল বগুড়াপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, সদরে রামচন্দ্রপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুবাদে শাহাদৎ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর অশ্লীল (পর্নো) ছবি তোলে। পরে সম্পর্কের অবনতি হলে মেয়েটি যোগাযোগ বন্ধ করে দিলে শাহাদৎ তার ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ওই অশ্লীল ছবি ছড়িয়ে দেয় এবং ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি ওই স্কুলছাত্রীর অভিভাবকদের নজরে এলে তারা থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ তাকে আটক করে ।