১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ট্রাক চালককে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯
চট্টগ্রাম ট্রাক চালককে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজবাড়ি এলাকায় ২৬ হাজার ২শ পিস ইয়াবাসহ মশিউর রহমান লিটন (৩৫) নামে এক ট্রাক চালক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল ৬টায় কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মশিউর রহমান পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা এলাকায় সেলিম গাজীর পুত্র। মশিউর রহমান লিটন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি ট্রাক চালানোর আড়ালে মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ এর পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে মো. মশিউর রহমান লিটন নামে এক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চালিয়ে তার ব্যবহৃত পরিবহন থেকে ২৬ হাজার ২০০ পিসসহ ট্রাকটি জব্দ করা হয়।
মাশকুর রহমান আরো বলেন, লিটন একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।