২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

মারধরের অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার ৮

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯
মারধরের অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার ৮

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

নগরীতে অস্ত্রসহ ৮ তরুণকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তাদের বিরুদ্ধে এলাকায় মারামারি, অস্ত্র দেখিয়ে সাধারণ লোকজনকে ভয় দেখানো-মারধর, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে নগরীর আগ্রাবাদ মৌলভীপাড়া তিন রাস্তার মোড়ে একটি ভাঙ্গারি দোকানের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।
গ্রেফতারকৃত ৮ জন হলো- সোহাগ বাদশা (২৪), মো. লিটন (২২), ইব্রাহীম খলিল (১৮), মো. সালাউদ্দিন (২২), কামরুল হাসান (২৮), মো. বাবু (২২), আব্দুল কাদের (২০) এবং মো. রবিন (২০)।
তাদের কাছ থেকে ১টি এলজি ও ১টি কার্তুজ, ১টি চাপাতি এবং ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ পরিদর্শক জহির হোসেন।