Sharing is caring!

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাধানীতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা কার্যালয় থেকে
শোক র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবন ও কীর্তি শীর্ষক অালোচনা সভা, পুরষ্কার বিতরণী, যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস,
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, জি এস, ফজলুল হক হল ছাত্র সংসদ (ডাকসু) ও সাধারণ সম্পাদক ফজলুল হক হল শাখা ছাত্রলীগ সহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থী, উপজেলা বিভিন্ন সংগঠনের কর্মীরা।