Sharing is caring!

আফিয়া আশ্রাব বাঁধন,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও বাজারে ব্যবসায়ী মোঃ কাদের মোল্লা (৬০) হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ হয়েছে। খুনীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মিছিল এবং মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। পরে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচগাও বাজার থেকে পাঁচগাও বালুর মাঠ প্রদক্ষিণ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে অংশগ্রহণ করেন স্থানীয় পাঁচ শতাধিক নারী ও পুরুষ।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, “তদন্তের স্বার্থে সবকিছু বলতে পারছি না। তবে শিগগির আসামীদের ধরা হবে।”
টঙ্গীবাড়ি থানার ওসি (তদন্ত) গোলাম রসুল জানান, “আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। বাদী পক্ষের সহায়তা পেলে দ্রæত আসামীদের গ্রেফতার করা সম্ভব। কারণ, খুনী ও বাদীপক্ষ ঘনিষ্ঠ আত্মীয়।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট সকালে পাঁচগাও বাজারে কাদের মোল্লার ভাই বাদশা মোল্লার ছেলে মোতালেব তার চাচা কাদের মোল্লার কাধে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে মোতালেবের ভাই সোবহান ও বাবা বাদশা মোল্লা ছিল। পরে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৯ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।