১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে চুলার আগুনে পুড়েছে ১২ বসতঘর

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯
চট্টগ্রামে চুলার আগুনে পুড়েছে ১২ বসতঘর

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

রাউজানের আধারমানিক পূর্ব গুজরা এলাকায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পুড়েছে ১২টি বসতঘর। বুধবার (১৪ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, পূর্ব গুজরা এলাকায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ৪জন মালিকের ১২টি বসতঘর পুড়ে গেছে।
তিনি জানান, ভোর তিনটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি গিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন।