এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। হঠাৎ শরীরে জ্বর ও ব্যথা অনুভব করায় রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।
ববির বন্ধু ও পরিচালক ইফতেখার চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘ববির রক্তের প্লাটিলেট এখন তিন লাখ ৪৫ হাজার। চিকিৎসক জানিয়েছেন, এটি যদি স্থিতিশীল থাকে কিংবা বাড়তে থাকে, তা হলে আর হাসপাতালে ভর্তি হতে হবে না। তবে কমতে থাকলে ভর্তি করা লাগতে পারে।’
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ববির অভিষেক ঘটে। এর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.