Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধঁন,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ বোগদাদিয়া-৯ লঞ্চের শ্রমিক সাব্বির হোসেন (১৫) হোসেনের লাশ ঈদের দিন সোমবার বিকালে উদ্ধার হয়েছে। এর আগে রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে দু’লঞ্চের সংঘর্ষে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের কাছে সে ধলেশ^রী পরে যায়। প্রায় ৩০ ঘন্টা পর দুর্ঘটনাস্থলে অদূরে লাশটি ভেসে উঠে। স্থানীয় ফায়ার সর্ভিস পরে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে। সাব্বির কুমিল্লার মুরাদনগর পুরবানপুর গ্রামের আবুল কালামের পুত্র। এই ঘটনায় সাব্বিরের পিতা সোমবার সকালে এসে মুন্সীগঞ্জ থানায় নিখোঁজের জিডি করে। অনেক খোঁজাখুঁজির পরও সাব্বিরকে না পেয়ে আবার কুমিল্লায় ফিরে যান। পরে বিকালে লাশ উদ্ধারের খবর পেয়ে আবার কুমিল্লা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেছেন, সাব্বিরের পরিবারকে তাৎক্ষনিক সরকারিভাবে ২০ হাজার টাকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। আরও কি সহায়তা করা যায় সেব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট লঞ্চ মালিকদের সাথে কথা বলে এব্যাপারে ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার ব্যাপারেও পরিবারের ইচ্ছানুযায়ী পদক্ষেপ গ্রহণে সহায়তা প্রদান করা হবে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, লাশটি মুন্সীগঞ্জ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাফিউল ইসলাম জানান, চাঁদপুরগামী বোগদাদিয়া-৯ ও দক্ষিণাঞ্চলগামী আবে-জমজম লঞ্চের সাথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়ার সময় সংঘর্ষ হয়। এই সময় বোগদাদিয়া-৯ লঞ্চের এই শিশু শ্রমিক লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। দু’টি লঞ্চই গন্তব্যে রওনা হয়েছে। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবরীসহ নৌ পুলিশও সন্ধান করছিল। এদিকে দরিদ্র সাব্বির হোসেনের পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে এখন চলছে শোকের মাতম।