১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চৌহালী উপজেলা বাসিকে শুভেচ্ছা জানিয়েছেনঃ গরিবের সরকার নামে খ্যাত জনাব ফারুক সরকার

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চৌহালী উপজেলা বাসিকে শুভেচ্ছা জানিয়েছেনঃ গরিবের সরকার নামে খ্যাত জনাব ফারুক সরকার

Sharing is caring!

 

রমজান প্রামাণিক -চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, গরিবের সরকার নামে খ্যাত নন্দিত জননেতা জনাব মোঃ ফারুক সরকার। পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে চৌহালী উপজেলা বাসিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে পবিত্র ঈদ-উল- আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানান। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুসি। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসব বাঙালি সমাজে কোরবানির ঈদ নামেও পরিচিত। সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেন।

তিনি আরো বলেন, এ ঈদ শোকের মাস আগস্টে উদযাপিত হওয়ায় আমি এ মাসেই নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের প্রতি জানাই বিনশ্র শ্রদ্ধা।