১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২২
বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

Sharing is caring!

বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান
আন্তর্জাতিক ডেস্কঃ

লং মার্চ চলাকালে বৃহস্পতিবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পিটিআই নেতা ইমরান খানকে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পিটিআই চেয়ারম্যানকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। ডন পত্রিকা ও জিও টিভির অনলাইনে এ খবর দেওয়া হয়েছে।

উদ্ধারকারী লোকজন জিও নিউজকে জানিয়েছে, ফয়সাল জাভেদসহ চার থেকে পাঁচজন পিটিআই নেতা আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারী অজ্ঞাত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পিটিআইয়ের অভ্যর্থনা শিবিরের কাছে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।