১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটখিলে শিক্ষক দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
চাটখিলে শিক্ষক দিবস পালিত

ছবিঃ সংগৃহীত

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চাটখিল উপজেলা সভা কক্ষে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু তৈয়ব, সরকারি কলেজের প্রভাষক আফছার উদ্দিন জুয়েল, শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান আনসারী, জমিয়তুল মোদারেসীন সভাপতি আবদুল মন্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এহছানুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকি ফরহাদ। সভা শুরুর পূর্বে শিক্ষকের মর্যাদা ও সম্মান রক্ষার দাবিতে শিক্ষকরা চাটখিল পৌর শহরে এক র্যা লী বের করে। সোনাইমুড়ি উপজেলাতেও অনুরূপভাবে দিবসটি পালিত হয়েছে।