Sharing is caring!

মো: শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ , : সম্প্রতি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবার্গ, যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বিশেষ চিকিৎসা ব্যবস্থায় এবং মেডিসিনে অনবদ্য স্বীকৃতিস্বরূপ এফআরসিপি ডিগ্রি অর্জন করলেন অধ্যাপক ডাক্তার এম এ কাসেম । তিনি ২০১১ সালে এমডি ইন্টারনাল মেডিসিন এবং ২০১৫ সালে আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস এর ফেলোশীপ এফএসিপি লাভ করেন। কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। তিনি অধ্যাপনা ছাড়াও স্থানীয় ও জাতীয়ভাবে চিকিৎসা সেবা প্রদান, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিয়ে আসছেন।
তাঁর এ অর্জনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,ডিকেএমসি হসপিটালস লিঃ ও
রূপগঞ্জের সর্বস্তরের জনগণ শুভেচ্ছা জানিয়েছেন। চিকিৎসাসেবায় নিরলস কাজ করায় রয়েছে সুনাম ও খ্যাতি। এ প্রসঙ্গে ডাক্তার আবুল কাশেম ভুঁইয়া দেশবাসির কাছে দোয়া কামনাসহ জীবনের প্রতিটি মুহুর্তে মানবসেবায় কাটানোর অঙ্গিকারের কথা জানিয়েছেন। তার স্বপ্ন, উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা সাধারন নাগরিকের নাগালে নেয়ার।
তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মর্ত্তূজাবাদ গ্রামের আবুল বাশার ভুঁইয়া,র ছেলে।