Sharing is caring!

দুমকি উপজেলায় বিনামুল্যে বীজ ও সার বিতরন।
মোঃ সবুজ উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় আজ ০৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়।
২০২০-২১অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্নর্বাসন এবং ২০২০-২১ অর্থ বছরে রবি/২০২০-২১ মৌসুমে বোরো ধান, গম,ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ,পেয়াজ,ও পরবর্তী খরিপ ১মৌসুমে গ্রীস্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃ্ষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বীজ ও সার বিতরন অনুস্ঠানে
প্রধান অতিথি জনাব এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার চেয়্যারম্যান উপজেলা পরিষদ দুমকি, পটুয়াখালী।
বিশেষ অতিথি জনাব এ্যাডভোকেট মাসুদ আল মামুন, ভাইস চেয়্যারম্যান উপজেলা পরিষদ দুমকি, পটুয়াখালী।
জনাব মোসাঃ ফরিদা ইয়াসমিন মহিলা ভাইস চেয়্যারম্যান উপজেলা পরিষদ দুমকি, পটুয়াখালী।।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার (অঃদঃ) দুমকি, পটুয়াখালী।
স্থানঃ উপজেলা পরিষদ অডিটোরিয়াম দুমকি,পটুয়াখালী আয়োজনেঃ কৃষি বিষয়ক অধিদপ্তর দুমকি,পটুয়াখালী।