১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি ‘১৯

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯
স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি ‘১৯

Sharing is caring!

 

মোহাম্মদ ফায়েদ,কক্সবাজার:
ভবিষ্যত প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপন করার আহ্বান জানিয়েছেন ককসবাজার দিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম শামস। তিনি সোমবার সকালে ককসবাজার বাসটার্মিনাল নর্থ স্টার ইন্টারন্যাশনাল কেজি স্কুলে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন এর সৌজন্য এ কর্মসুচি শুরু হয়। এবারের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির স্লোগান ‘বাংলাদেশ সরকারের বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালক এডভোকেট গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী প্রধান শিক্ষক দেলোওয়ার হোসেন, নিজাম উদ্দিন চৌধুরী। অত্র সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মিনহাজুল আবেদীন ,ওয়াহেদ হোসেন আমির ,আব্দুল করিম, আব্দুর রশিদ শওকি ,নুরুল আবছার ইমন ,আদিল রুবায়েত, সাইফুল ইসলাম রাফি, লিপি আক্তার, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফায়েদ ,মোঃআবছার প্রমুখ। অনুষ্টানে অতিথিরা বলেন, ‘বিশ্ব জুড়ে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তা কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। প্রতিনিয়ত গাছ নিধন করা হচ্ছে। এর ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। যার ফলাফল হিসেবে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, আবার শীতের সময় প্রচুর বৃষ্টি হচ্ছে। পরিবেশের এ বিরূপ প্রভাব থেকে বাঁচতে হলে বেশি বেশি গাছ রোপন করতে হবে। কারণ মানবজীবনে বৃক্ষ হচ্ছে মানুষের সবচেয়ে ভালোবন্ধু। তাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি বৃক্ষ রোপনের বিকল্প নেই। অতিথিরা সকল শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে বেশি বেশি বৃক্ষ রোপনের আ‎হ্বান জানান। বিদ্যালয় প্রাঙ্গনে চারা রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।