Sharing is caring!

মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি নারায়ণগঞ্জ ঃ আসন্ন সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃসজীব মিয়া কলেজ ক্যাম্পাসে জি এস পদে প্রচারণা নামে এই সময় তার সাথে মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ সহ তার সহকর্মীরা উপস্থিত ছিলো।
প্রচারণা সময় মোঃ সজীব মিয়া বলেন আমি যখন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলাম তখন আপনারা দেখেছেন আমি সর্বদা কলেজের সকল উন্নয়ন মূলক কাজে অবদান রেখেয়েছি এবং শিক্ষার্থীদের সকল ন্যায আন্দোলনে পাশে ছিলাম তাই আমি এইবার ও আশি রাখি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জি এস পদে নির্বাচিত করে কলেজের উন্নয়ন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন এবং আমি নির্বাচিত হলে আমার নিজ অর্থায়েনে কলেজের সামনের কাঁচা রাস্তাটা পাকা করে দিবো তা ছারা আমি আরো দেখেছি কলেজে একটি কেন্টিনের খুবিই প্রয়োজন আমি তার ও ব্যবস্থা করে দিবো।