২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

বন্দর নগরীতে তরুণ খুন

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
বন্দর নগরীতে তরুণ খুন

Sharing is caring!

 

আল আমিন চট্টগ্রাম আকবরশাহ জেলা প্রতিনিধি ঃ চট্টগ্রামে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা গরুর বাজার এলাকায় মোবারক হোসেন (২০) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। মোবারক হোসেন ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, মোবারক হোসেনের মুখে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, কাঠের আঘাতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।