Sharing is caring!

ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
’মাছ চাষে গড়বো দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে পালিত হয় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ । উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণ্যাঢ্য র্যালি শেষে মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এস. এম. মোসার সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মায়মুনা জাহান এর স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সহকারী কমিশনার ভ’মি ফারজানা প্রীয়াংকা, কৃষি কর্মকর্তা জাহিরুল ইসলাম সরকার , সমাজ সেবা কর্মকর্তা জহিরুর ইসলাম, সরাইল থানার ওসি শাহাদাত হুসেন, যুব উন্নয়ন কর্মমর্তা আলমঙ্গীর হুসেন প্রমূখ।