Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’স্লোগানে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হক,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী সহ অন্যরা। আলোচনাসভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।