২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

জিপিএ-৫ এর ভিত্তিতে শীর্ষে শিবগঞ্জ মহিলা কলেজ

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
জিপিএ-৫ এর ভিত্তিতে শীর্ষে শিবগঞ্জ মহিলা কলেজ

Sharing is caring!

 

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-
এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে। এরমধ্যে আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও পুখুরিয়া মহিলা কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে।

এছাড়া বিনোদপুর কলেজ, শ্যামপুর হাজী মমতাজ ডিগ্রী কলেজ ও চককীর্তি স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থানে রয়েছে।

জানা গেছে, চলতি বছরে শিবগঞ্জ উপজেলায় একটি আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ ২২ বেসরকারি কলেজ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এতে ৭টি কলেজ মিলিয়ে মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কলেজের গৌরব অর্জন করে।

এর মধ্যে শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়সহ ১৫টি কলেজের কোন শিক্ষার্থী জিপিএ- পায়নি। উপজেলায় ফলাফলে শীর্ষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ।

এ বিষয়ে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, প্রতিবছরই আমাদের কলেজ ভাল ফলাফল অর্জন করে। এরই ধারাবাহিকতায় এবার শীর্ষ স্থান অর্জন করেছি। আগামী আরও ভাল ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।