১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে ‘পুনাক’।

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে ‘পুনাক’।

Sharing is caring!

ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে পুলিশ নারী কল্যান সমিতি “পুনাক” এর উদ্যাগে স্থানীয় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, পুনাকের সহ-সভাপতি ফারজানা ইয়াছমিন, পুনাক সদস্য নাসরিন আখতার, রিক্তা বেগম, জেসমিন আলম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মকবুল হোসেন। পরে পুলিশ পরিবারের সন্তান ও পুলিশ লাইন্স স্কুলের ১৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। সভায় শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়।