১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী করোনায় আক্রান্ত

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
টুঙ্গিপাড়ায় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী করোনায় আক্রান্ত

Sharing is caring!

 

 

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস করোনায় আক্রান্ত হয়েছেন।

 

সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৪ জনে।

 

তিনি জানান, গত রবিবার টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়।

 

সোমবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাই। রিপোর্টে তাঁর দেহে করোনা পজেটিভ আসে।

 

উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস “গোপালগঞ্জ সংবাদ”কে জানান, করোনা কালীন সময়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছি। বর্তমানে সুস্থ্য আছি এবং নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করবো।

 

দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।