১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিয় সভা

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিয় সভা

Sharing is caring!

 

মো: আবুল হাশেম , লামা (বান্দরবান)প্রতিনিধি #
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি ” এ প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও (১৭-২৩ জুলাই) সারা দেশব্যাপি একযোগে জাতীয় মংস্য সপ্তাহ -২০১৯ উদযাপন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বান্দরবানের লামা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ কার্যক্রমের বিষয়ে অবহিত করতে লামা উপজেলা মৎস্য অফিসার জয় বণিক।বুধবার (১৭ জুলাই -১০১৯ ইং,)বেলা ১১ টায় লামা মৎস্য দপ্তরে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এতে প্রেস ব্রিফিং এ উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক মৎস্য বিভাগের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। উক্ত প্রেস ব্রিফিং এ লামা প্রেসক্লাব, লামা রিপোটার্স ক্লাব, লামা সাংবাদিক ইউনিটি,সাংবাদিক ফোরামসহ সিনিয়র গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই,১৯ ইং,)বর্ণাঢ্য শোভাযাত্রা,উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুককরণ,আলোচনাসভা,মোবাইল কোর্ড, উৎসাহমূলক প্রচারণা করা হবে। এক্ষেত্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জন্নাত রুমি প্রমূখ।