১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ীতে বখাটেদের উপদ্রব।। উদ্বিগ্ন অভিভাবক মহল! প্রশাসনের হস্তক্ষেপ কামনা

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯
পলাশবাড়ীতে বখাটেদের উপদ্রব।। উদ্বিগ্ন অভিভাবক মহল! প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বেশ কয়েকটি চিহ্নিত পয়েন্টে বখাটের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।ফলে স্কুল কলেজে আসা নারী শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পরেছে।

সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে,বঙ্গবন্ধু বালিকা বিদ্যালয়ের সামনে,কেন্দ্রীয় ইদ গাহ মাঠের সামনে, শিশুকানন স্কুলের সামনে,মহিলা কলেজের সামনে,মহিলা মাদ্রাসার সামনে বখাটেরা নিয়মিত স্কুল কলেজ মাদ্রাসার সামনে সকাল ১০ থেকে ১১ টা আবার ছুটির আগে ৩ টা থেকে ৪ পর্যন্ত অবস্থান করে।এসব বখাটেরা কখন শিক্ষার্থীদের প্রেম নিবেদন করে কখন ও শিশ দিয়ে, আজে বাজে কথা বলে এরা মেয়েদের প্রতিনিয়ত উত্যাক্ত করে।বখাটেদের উপদ্রবে অতিষ্ট এসব শিক্ষার্থীরা। বখাটেদের উপদ্রব থেকে রক্ষা পেতে সচেতন অভিভাবক মহল প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।