Sharing is caring!
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মোশাররফ নামে এক ব্যক্তির বাড়ীর আঙ্গীনায় টিউবওয়েলের পাশে ১২ ফুট নিচে লেপ, কম্বল, তোশক জড়ানো পুতে রাখা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ।
শনিবার ৪ই এপ্রিল রাত ১ টার সময় পুলিশের একটি চৌকস টিম লাশটিকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে।লাশের পরিচয় শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের উকিল বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাস (৩৫)। প্রাথমিক তথ্যে জানা গেছে মহেশপুর গ্রামের মোশাররফের স্ত্রীর সাথে উক্ত পিকুল বিশ্বাসের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। পরকীয়ার ঘটনার কারনে মোশাররফ হোসেন, পিকুলকে খুন করে পুতে রাখে।
মোশারফ ও তার স্ত্রী রাজিয়া পুলিশের হাতে বর্তমানে আটক রয়েছে। তারা স্বীকার করে মার্চ মাসের ৩ তারিখে পিকুলকে কৌশলে বাড়িতে ডেকে খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে অজ্ঞান করে গভীর রাতে ধারালো দা দিয়ে জবাই করে। পরে লেপ, কম্বল, তোশক দিয়ে তাকে পেচিয়ে বাড়ির আঙিনায় টিউবওয়েল এর কাছে পুতে রেখে মাটি চাপা দেয়।
মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান রাতেই ঘটনাস্থলে যান এবং ঘটনার সঠিক তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।