Sharing is caring!
আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ভোবলা (কালুয়া মোড়) গ্রামে গাভী গরু দুই মাথা বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। জন্ম নেওয়া বাছুরটির দুটো মুখ দুটো কান এবং পা চার।
শুক্রোবার (৩ এপ্রিল) সকালে ভোবলা গ্রামে (কালুয়ার মোড়ে) বিরল এই বাছুর জন্ম নেয়ার খবরে এলাকা জুড়ে হই চই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্ন স্থান হতে শত শত মানুষ ছুটে যায় ওই এলাকায়।
গাভীর মালিক সহিদুল ইসলাম বলেন, দীর্ঘ অনেক বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম।