১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
কবিতা

Sharing is caring!

Manual3 Ad Code

সৃষ্টির স্রষ্টা তুমি

Manual3 Ad Code

* খান তানজিলা ইয়াসমিন শিলা *

Manual4 Ad Code

হে প্রভূ কি জগৎ দিলা
গো সৃষ্টি করিয়া
কতই না রঙ্গ মঞ্চে চলেছে
মানুষ জনম জনম ধরিয়া |

হে প্রভূ তুমি যে পৃথিবী
বিশ্ব ভূমন্ডল সৃষ্টির স্রষ্টা
মানুষ জন যে যায় ভূলিয়া
কি করে পাবে গো তারা
তোমার দিদারে পথ খুজিয়া |

মানুষ জন যে চলছে আজ
নিবিঘ্নে গুমরাহী ভূলে পথ ,
হে প্রভূ জাত,ভেজাত হিন্দু
মুসলিম,বৌদ্ধ,খৃষ্টান সমতলে
চলছে যে তোমরা দয়ায়
তবুও কেন মানুষের এখনো
হয়না হুশ ,তুমিগো প্রভূ
বাচিয়া রাখিয়াছো তাদের
অশেষ মায়ায় |

যে মানুষ জন খুঁজিয়া পেল
তোমার দিদারের অন্ত
তারাই যে শুধু তোমার মগ্নে
দিনরাত শুকরিয়া জ্ঞাপনে
বার বার হয় ক্লান্ত |

Manual2 Ad Code

সেই মানুষ জনই তো তোমার
অতি নিকটের মাহবুবা
তবে তারাই তো পাবে তোমার
মাহা জান্নাতের শোভা |

Manual1 Ad Code