১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচবি” কর্তৃক করােণা ভাইরাস প্রতিরােধে হতদরিদ্রদের ৫০০ শত মাস্ক বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচবি” কর্তৃক  করােণা ভাইরাস প্রতিরােধে হতদরিদ্রদের ৫০০ শত মাস্ক বিতরণ

Sharing is caring!


Manual6 Ad Code

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচবি” কর্তৃক আয়ােজিত মহামারী করােণা ভাইরাস প্রতিরােধে হতদরিদ্রদের ৫০০শত মাস্ক বিতরণ করেন ও জনসচেতনা বৃদ্ধি করতে হেক্সাসল দিয়ে হাত ধৌতকরণ এবং লিফলেট বিতরন করেন।

Manual3 Ad Code

 

কেওয়া পূর্ব খন্ড ৫ নং ওয়ার্ড সহ শ্রীপুর উপজেলার প্রতিটি জনবহুল স্থানে।এসময় উপস্থিত ছিলেন শ্রীপুরের ৫নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মােঃজিলাল উদ্দিন দুলাল, সি.এইচ.বির সম্মানিত উপদেষ্টা মন্ডলী মােঃ কফিল উদ্দিন প্রধান,মােঃ ফয়সাল আহম্মেদ,মােঃ মনির সরকার সহ আরাে উপস্থিত ছিলেন সি.এইচ.বির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মােঃ পারভেজ প্রধান, সাধারণ সম্পাদক মােঃ শাকিল আহাম্মেদ অভি, সাংগঠনিক সম্পাদক মােঃ জুনায়েত হােসেন ও সদস্য সচিব মােঃ আলআমিন সাদ্দামসহ কার্যকরী সদস্য মােঃ রনি প্রদান, আল-আমিন সরকার, শান্ত সরকার,রাহাত সরকার,রাশিদুল,জাহিদুল সহ আরাে অনেকে।

 

Manual8 Ad Code

উল্লেখ্য চীন এর উথান শহর থেকে ছড়িয়ে পড়া মহামারী করােনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।এই মহামারী করােনা ভাইরাস সারা বিশ্বকে অবরােদ্ধ করে ফেলেছে।এ ভাইরাসটি থেকে একমাত্র জনসচেতনাই পারে রক্ষা করতে।

Manual3 Ad Code

 

তাই সি.এইচ.বির টিম মেম্বারদের নিয়ে এ জনসচেতনতামূলক কর্মসূচি চালানাে হয়।
আসলে আমরা যদি নিজেরা সচেতন না থাকতে পারি তাহলে এই মহামারী করােণা ভাইরাস প্রতিরােধ সম্ভব নয়।

 

সুতরাং ব্যক্তিগত সচেতনতাই এখানে সবচেয়ে মুখ্য বিষয়। তাই আসুন নিজে সচেতন থাকি অপরকে সচেতন করি।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code