Sharing is caring!
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিজিবি চেকপোস্টের নিকটবর্তী চেংগ্রাম নামক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর জেলার আবরার এন্টারপ্রাইজের মালিকানাধীন রেজি: যশোর ট -১১-৪৫৯১ নম্বর যুক্ত একটি ট্রাক খাদে পরে যায় । ট্রাকটি যশোর থেকে নওগাঁ জেলায় পণ্য এনেছিল। সেখান থেকে পণ্য খালি করে ফেরার পথে শনিবার (২৮ মার্চ) বেলা ১২ টার সময় ওই স্থানে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শিরা জাতীয় সাপ্তাহিক অভিযোগকে জানায়, নওগাঁ থেকে হাকিমপুর (হিলি) স্থল বন্দর হয়ে বিরামপুর অভিমুখে যাওয়ার সময় ওই স্থান অতিক্রমকালে উত্তরদিক থেকে একটি মোটরসাইকেল বেপরোয়া ভাবে খুব দ্রুত গতিতে চলন্ত ট্রাকের সামনে চলে আসে, মোটরসাইকেলটিকে বাঁচাতে ড্রাইভার তাৎক্ষণিক ডানদিকে ঘোরাতে চাইলে, রাস্তার পাশে জমানো পিচ্ছিল মাটির উপর ট্রাকের সামনের চাকা পড়লে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ট্রাকের হেলপার জানায়, দুর্ঘটনায় সেরকম কোনো ক্ষতি না হলেও, ট্রাকটির ড্রাইভার বাম পায়ে আঘাত পেয়ে সামান্য আহত হয়। তবে, প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং সে এখন পুরোপুরি সুস্থ আছেন। এখন স্থানীয় চেনপুলি শ্রমিকরা ট্রাকটিকে খাদ থেকে উঠানোর চেষ্টা করছেন।