Sharing is caring!
জি.এম.কৃষ্ণা শর্ম্মা, কমলগঞ্জ প্রতিনিধিঃ
স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে।
শনিবার দুপুরে বিডি ক্লিন কমলগঞ্জ, কমলগঞ্জের ভানুগাছ বাজারের বিভিন্ন স্থানে স্প্রে অভিযান চালায় ও সাধারণ মানুষকে সচেতন করে এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ,কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, সৈয়দ জামাল হোসেন, ও , সাংবাদিক অর্জুন শর্মা নিধু, বিডি ক্লিন বাংলাদেশের কমলগঞ্জের সমন্ময়ক ফকরুল ইসলাম, সদস্য- আহমেদ সুজন,আহমেদ কাওছার, সাবেদ ইসলাম, শয়ন পাল, মাসুম মিয়া, আহমেদ রাজন, মাহি, সামি প্রমুখ। এসময় বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজে সহযোগীতা করেন।
বিডি ক্লিন বাংলাদেশের কমলগঞ্জের সমন্ময়ক ফকরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভানুগাছ বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। মানুষকে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। সকলের সহযোগীতায় আগামীতেও আমরা এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।
কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ বলেন, বিডিক্লিন বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসাটা একটি বীরুত্বপূর্ণ কাজ। আমি প্রত্যাশা করি আগামীতেও তারা এইধরণের কাজ চলমান রাখবে। এইধরণের কাজে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে বলেও তিনি জানান।