১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অশান্ত পৃথিবী

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
অশান্ত পৃথিবী

Sharing is caring!

Manual1 Ad Code

অশান্ত পৃথিবী

* সৈয়দ জোনায়েদ*

 

 

পৃথিবীটা এখন বড্ড অশান্ত,
ঘুম নেই চোখে
নির্ঘুম রাতে অলখে চেয়ে আছে,
প্রতিটা পাড়ায় আজ কীটের আসর,
নিরস্ত্র জীবন ঝরে রুক্ষ কীটের কাছে।

 

পৃথিবীটা অশান্ত আজ,
গাছ পাখি জীব আছেই তো বেশ,
মানুষের মনে ছড়াচ্ছে না আবেশ,
জিম্মি আজ, বড় অসহায়
জীবন যুদ্ধে ডুবছে হতাশায়,
কবে পাড়ি দেবে মরণ সমুদ্র
কবে হবে এর শেষ।

 

পৃথিবী আবার শান্ত হবে,
অশান্তির কালো মেঘ ভেদ করে জাগিবে সূর্য
আবার হবে মধুময় সকাল।
বসন্তে ফুটবে ফুল, গাইবে কোকিল,
বাতাসে পাপড়ির গন্ধে ফিরবে বিকেল।

 

Manual2 Ad Code

পৃথিবী আবার শান্ত হবে।

 

রাস্তার ভিক্ষুকটি আবার হাত পাতবে দুয়ারে,
পাড়ার ছেলেটিও খেলবে মাঠে
ছোট টঙে, চায়ের দোকানে বসবে আসর,
কাকিমা, মা আর কাঁদবে না দুমুঠো চাল ফিরায়ে।

 

পৃথিবী শান্ত হবে আবার।

 

রাস্তার পাশে আবর্জনায় জমবে খাবার,
অসহায় ছিন্নমূল, পাগলের ভরবে পেট,
কুকুর গুলো ঘুরবে না খালি পেটে,
থাকবে না আর ক্ষুধার হাহাকার।

 

Manual8 Ad Code

প্রিয় মুখে ফুটবে হাসি,
স্বপ্ন পূরণ হবে তার,
সময় কাটবে রঙিন সুতোয়
সুখের নদী হবে অবিনাশী।

 

পৃথিবী শান্ত হবে আবার।

Manual2 Ad Code

 

আবার কোলাহলে ব্যস্ততায় খুঁজবে সুখ,
হয়তবা আবার জড়াবে বিভেদ
আবার ক্ষমতার কাড়াকাড়ি,
তবুও থাকবে না মরন কুয়াশা
ঝরবে না অঝরে শিশির।

 

পৃথিবী শান্ত হবে,
প্রিয় মুখে ফুটবে আবার হাসি,
গায়ে মাখবেনা মরন কুয়াশা,
ঝরবে না শিশির।

 

Manual6 Ad Code

বাতাসে মিশবে না মায়া কান্না,
আবার হবে শান্ত,
মেঘে মেঘে ভাসবে অনাবিল সুখ
পৃথিবী ফিরে পাবে তার চীরচেনা রূপ।