Sharing is caring!
মোঃ আঃ রহমান শেখ, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় করোনা ভাইরাস প্রতিরোধ ও করনীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বক্তব্য দেন “পল্লী চিকিৎসক বিকাশ রায়”।শনিবার( ২৮ মার্চ) সকালে তিনি গ্রামের মানুষদের সচেতন করতে এবং করোনা প্রতিরোধে সকলকে সচেতন করতে তিনি লিফলেট বিতরণ করেন। তিনি তার নিজস্ব চেম্বার এবং তার গ্রাম উপজেলার চোরখালী, বিনোদনগর, গোফিডাঙ্গা, জয়পুরসহ সড়ক দিয়ে চলাচলরত গাড়ির চালক ও যাত্রীদের লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন, গ্রামের মানুষ একটু বেশি অসচেতন তারা করোনার বিষয়ে উদাসীন। কিন্তু তারা এখন বিভিন্ন খবর ও লিফলেটের মাধ্যমে করোনার সচেতনতা সম্পর্কে জানছে। তিনি বলেন অনেকেই লিফলেট বিতরণসহ সচেতন করছেন কিন্তু শহর বা বাজারগুলোতে ফলে গ্রামের অনেকেই থেকে যাচ্ছে সচেতনতার বাইরে। তাই তিনি নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধমূলক লিফলেট বিতরণ ও সচেতনতা সম্পর্কে ধারণা দিচ্ছেন। তিনি আরো বলেন তিনি তার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে আগামী দুয়েকদিনের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ এবং পানির ড্রাম বসাবেন।