Sharing is caring!
এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট নগরীতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবকের নাম মোঃ শাহীন ইসলাম( ২৫)।আজ বেলা ৩টার দিকে নগরীর রায়নগরে এ ঘটনা ঘটে।
তিনি সিলেটের রায়নগর আবাসিক এলাকার মোতাকাব্বির ইসলামের ছেলে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বেলা ৩টার দিকে নিজ বাসার সামনে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়।
তার শরীরে দুটি স্ট্যাবিং পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, কী কারণে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে তা তদন্তের জন্য পুলিশ মাঠে নেমেছে। আশা করি অচিরেই তা উদঘাটিত হবে।