১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

শ্রীপুরে মিলের তুলার গুদামে আগুন, নিহত ১

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে রাসেল (৪০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান , দুপুর আড়াইটার দিকে ওই তুলার গুদামে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। তিনি আরও জানান, আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তার সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ।