Sharing is caring!


জাহিদুল ইসলামঃ গাইবান্ধার সাদুল্যাপুরে গতকাল মঙ্গলবার উপজেলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের উদ্বোধন করেন।
এ উপলক্ষে সাদুল্যাপুর সরকারী কলেজের আবু তালেব মিয়া মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোঃ জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক জয়নুল আবেদীন, সাদুল্যাপুর গার্লস ডিগ্রি ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক শাহীনুর ইসলাম, ইংরেজী বিষয়ের প্রভাষক শাহনাজ রহমান রত্মা, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারী কলেজের প্রভাষক মাহামুদুল হক মিলন।
শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজকে সভাপতি করে ক্লাবের সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, কোর্ডিনেটর প্রভাষক জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক শাহীনুর ইসলাম, ব্যবস্থাপনা গবেষক প্রভাষক শাহনাজ রহমান রত্মা, সাধারণ সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান, প্রভাষক মাহামুদুল হক মিলন ও প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা। এছাড়া দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব ও সাদুল্যাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোঃ জহুরুল কাইয়ুম।
প্রসঙ্গত, প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত এইচএসসি দ্বিতীয় বর্ষের ২০ জন শিক্ষার্থীকে আগামী ১১ জুন সকাল ১১টায় ২০নম্বরের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। এই পরীক্ষায় অংশ গ্রহনে আগ্রহীরা স্ব স্ব কলেজের ইংরেজী বিষয়ের শিক্ষকের নিকট থেকে এই ক্লাবের ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।