১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইজিবাইক ধর্মঘট ও বিক্ষোভ, যাত্রীরা দুর্ভোগে

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৯
কালিয়াকৈরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইজিবাইক ধর্মঘট ও বিক্ষোভ, যাত্রীরা দুর্ভোগে

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতুঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে অর্ধশতাধিক ইজিবাইক চলাচল করে। ওই সড়কে এসব ইজিবাইক চলাচল করায় স্থানীয় শ্রমিক অফিস ও মালিক সমিতি নামে প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।চাঁদা তোলার মূল হোতারা হলেন শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন রানা, আতোয়ার সরকার,হাবিব, সফি, মন্ডল, রহুল মাস্টারসহ আরো অনেকে।

ইজিবাইক চালকরা জানান, সম্প্রতি ৩০ টাকা থেকে ওই চাঁদার পরিমান বৃদ্ধি করে ৮০ টাকা করে চাঁদাবাজরা। এছাড়া প্রতি শুক্রবার হাটের দিন ৯০ টাকা চাঁদা আদায় করা হয়ে থাকে। চাঁদা না পেলে চালকদের মারধর, গাড়ি ভাংচুর, গাড়ি চলাচল বন্ধ করে চাঁদাবাজরা।চাঁদাবাজদের অত্যাচার ও চাঁদা বন্ধের দাবিতে গত দুদিন ধরে ধর্মঘট পালন করে আসছে ইজিবাইক চালকরা। ওই দাবিতে বৃহস্পতিবার দুপুরে থেকে প্রায় অর্ধশত চালক ইজিবাইক নিয়ে উপজেলা চত্তরে জড়ো হয় এবং বিক্ষোভ মিছিল করে। পরে তারা উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দেয়