Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মাদ কায়সার এর নির্দেশে গোপন সংবাদের ভিওিতে এসআই/ মো: হাবিবুর রহমান সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা ইং- ২১শে জানুয়ারি ২০২০ খ্রি রাএ ১০:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন পৌরসভা ০৭ নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: হারেজ বাবুর্চি (৪৪) পিতা- আ: খালেক সাং আলীনগর ০৭ নং ওয়ার্ড থানা- ও জেলা ভোলাকে ০৫(পাচ) পিচ ইয়াবা ও ১০( দশ)গ্রাম গাজাসহ গ্রেফতার করেন।
একই সময়
এসআই/ মো: আবু জাফর বিশ্বাস সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলায় রাএ ২০:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন আলীনগর রুহিতা ০৭নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: আরিফ (২২) পিতা- আ: রব এবং সহযোগী ২/ মো: ইউছুফ পাটোয়রী (২৪) পিতা- আবুল কালাম ৩/ মো: মানছুর রবিন (১৮) পিতা- হারুন মুন্সি সর্ব সাং দক্ষিণ রতনপুর ০৯ নংওয়ার্ড থানা- ও জেলা ভোলা দেরকে ০৫(পাচ) পিচ ইয়াবাাসহ গ্রেফতার করেন। সকলেরই মামলা প্রক্রিয়াধীন।