Sharing is caring!
জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী রমাপতি সরকার।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলু, সহ সভাপতি জিয়াউল হক জনি, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, জেলা যুবজোট সভাপতি সুজন প্রসাদ, জাসদ নেতা ফজলার রহমান বিপুল, যুবজোট নেতা সফিজল ইসলাম, আব্দুর রউফ, ইদ্রিস আলী, তাজুল ইসলাম, কবির হোসেন, প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার ১১ ইউনিয়নের উপস্থিত জাসদ নেতাকর্মিদের সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী সভাপতি ও হাফিজার রহমান বাদলকে সাধারণ সম্পাদক করে সাদুল্লাপুরে উপজেলা জাসদের কমিটি গঠন করা হয়।