১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯
কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ

কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকায় ‘লিবাস টেক্সটাইল’ এর নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত হ‌য়ে‌ছেন। আজ রোববার (২৯ ডি‌সেম্বর) দুপু‌রে এ ঘটনা ঘ‌টে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

 

কা‌লিয়া‌কৈ‌র থানার মৌচাক পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোজা‌ম্মেল হক জানান, নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইল মিলের নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে প‌ড়ে।

 

এসময় একজন নি‌চে চাপা প‌ড়েন। তাৎক্ষণিকভাবে তা‌কে উদ্ধার ক‌রে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

 

কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মো. কবীরুল আলম জানান, খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার কাজ শুরু ক‌রে। ত‌বে ধসে যাওয়া ছা‌দের নিচে কেউ নেই ব‌লে জানিয়েছে শ্র‌মিকরা। এরপরও উদ্ধার কাজ চলছে।