Sharing is caring!

মোমিনুল ইসলাম,পাবনা থেকেঃ প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থা সকল সদস্য পক্ষ থেকে আজ ২৯/১২/২০১৯ ঈশ্বরদী রেলওয়ে জংশন সাধারণ মানুষ ও দরিদ্র, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাধে খাবার বিতরণ করা হয়। সভাপতিঃ মো আব্দুল আলিম,প্রচার সম্পাদকঃ মো আশিকুর রহমান সাওন,অর্থ সম্পাদকঃ মো মাহাফুজ ইসলাম,সাহিত্যে ও সংস্কৃতি সম্পাদকঃ মো সজিব ইসলাম,সাহিত্য ও শিক্ষা সম্পাদকঃ মো তুষার খান, সাংগঠনিক সম্পাদকঃ মো তুষার হাসান,প্রকাশনি সম্পাদকঃ মো মোমিন ইসলাম ক্রীয়া সম্পাদকঃ মে ফাহিম,পল্লী উন্নয়ন সম্পাদকঃ মো আবির সহ,সদস্য,মিতু,স্বপ্ন,কবি,মনিরুল,সনেট,মাহাফুজ,ককবিরুল, রকি, বৃত্ত উপস্থিত ছিলেন।