২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা মামলার শুনানিতে উপস্থিত থাকবে বাংলাদেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
রোহিঙ্গা মামলার শুনানিতে উপস্থিত থাকবে বাংলাদেশ

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বিচারিক আদালতে শুরু হতে যাওয়া রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে উপস্থিত থাকতে নেদারল্যান্ডসের হেগ শহরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ দল। এছাড়া মানবাধিকার কর্মীসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তিও যাচ্ছেন সেখানে।

 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগ-এ যাচ্ছেন। বেশ কয়েকজন মানবাধিকার-কর্মীও সেখানে উপস্থিত থাকবেন।’

 

 

 

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। মিয়ানমারে গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে রোহিঙ্গাদের একটি দল হিসেবে ধ্বংস করার উদ্দেশে ‘গণহত্যামূলক কাজ’ করেছে বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়।

 

 

 

গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করবে গাম্বিয়া। আর ১১ ডিসেম্বর শুনানি করবে মিয়ানমার।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকও হেগ-এ আন্তর্জাতিক বিচারিক আদালতে উপস্থিত থাকবেন।

 

২ জনই রোহিঙ্গা ইস্যুতে গত দু বছর ধরে বেশ কিছু গবেষণা ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন যা হেগে আন্তর্জাতিক আদালত চাইলে তা তারা হাজির করবেন।